ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শাস্তি পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৮:৩৮ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শাস্তি পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

বিভিন্ন কাজের জন্য আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ফেইসবুক স্ট্যাটাসের কারণে শাস্তি পেয়েছেন। গত ২১ এপ্রিল তাকে তিরস্কার সূচক লঘুদন্ড দেওয়া হয়। এর আগে এ কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়। বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা সারওয়ার আলম ফেইসবুকে লিখেছিলেন, ‘চাকুরী জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।’

স্ট্যাটাসটি ২০২১ সালের ৮ মার্চ প্রকাশের পরপরই তা ভাইরাল হয়। এরপর ম্যাজিস্ট্রেট সারওয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৩০ জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। এরই ধারাবাহিকতায় বিষয়টি তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্তে এ স্ট্যাটাসকে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে একে অকর্মকর্তাসুলভ আচরণ এবং জনপ্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার শামিল বলে উল্লেখ করা হয়। 

গত ২১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করার পর তা নিয়ে সরকারের বিভিন্ন স্তরে তোলপাড় সৃষ্টি হয়। ঈদের ছুটির পর বৃহস্পতিবার (৫ মে) সংশ্লিষ্ট দপ্তরে এ প্রজ্ঞাপন পাঠানোর পর তা জানাজানি হয়।

এর আগে এ কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়। গত ৭ মার্চ ৩৫৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএসের ২৭তম ব্যাচ। এ ব্যাচের প্রশাসন ক্যাডারের ২৪০ জনকে (বিলুপ্ত ইকোনমিক ক্যাডার প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া কর্মকর্তাসহ) পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তিন শতাধিক সফল অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম পদোন্নতি পাননি। পদোন্নতির সব শর্ত পূরণ করার পরও এ কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। তার বিরুদ্ধে ওই সময় ছিল না কোনো বিভাগীয় অভিযোগ। বরং নানা সাহসী অভিযানের কারণে বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছেন এ কর্মকর্তা।

২০১৫ সাল থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন সারওয়ার আলম। আলোচনায় আসেন ২০১৪ সালে। ভেজাল বিরোধী অভিযান, ক্যাসিনো বিরোধী অভিযানসহ নানা ধরণের আলোচিত অভিযানে নেতৃত্ব দেন এ কর্মকর্তা। তিন শতাধিক অভিযানের নেতৃত্ব দেওয়া সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। 

Link copied!