বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় উন্নীত করতে হবে: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ১২:৪২ এএম

বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় উন্নীত করতে হবে: নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) মানসম্পন্ন জায়গায় নিয়ে যাওয়ার জজন্য শ্রমিক-কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি অফিসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বিআইডব্লিউটিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক কর্মচারিরাও লাভবান হবে। আমাদের সরকারের কমিটমেন্ট আছে- বাংলাদেশের মানুষকে ভাল রাখা।বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটাকে কাজে লাগাতে হবে। মনযোগ ও ভালবাসা দিয়ে কাজ করে টিসিকে এগিয়ে নিতে হবে।”

নৌ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে; সেক্ষেত্রে টিসি পিছিয়ে থাকবে কেন?  টিসি মানহীন থাকবে তা হবেনা। টিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্লান থাকা দরকার। এলক্ষ‍্যে দ্রুত পদক্ষেপ নিন। দেশের অনেক অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে টিসির সেবা দেয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ‍্যমে সেসব অঞ্চলে সেবা বৃদ্ধির সুযোগ রয়েছে। করোনা পরবর্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভাল প্রোপোজাল নিয়ে আসবেন; সাথে থাকব।”

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি  মো.মহসিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান এস এম ফেরদৌস আলম।

 

অনুষ্ঠানে গরীব ও অসহায়দের মাঝে ৫০০ প‍্যাকেট উপহার সামগ্রি বিতরণ করা হয়। প্রতিটি  প‍্যাকেট চাল, তেল, সেমাই ও চিনি রয়েছে।

Link copied!