জুন ৩০, ২০২২, ০২:০২ পিএম
বিদেশি কর্মীদের বসবাসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশের রাজধানী ঢাকা। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সারের নতুন এক জরিপে দেখা গেছে, আন্তর্জাতিক কর্মীদের জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশের রাজধানী প্রতিবেশি দেশ ভারতের মুম্বাই ও নয়াদিল্লির চেয়েও বেশি ব্যয়বহুল।
বিদেশি কর্মীদের ব্যয়ের হিসেবে করা বিশ্বের ২২৭টি শহরের তালিকায় ঢাকা আছে ৯৮তম স্থানে। দক্ষিণ এশিয়ার অন্য কোনো শহর এ তালিকার শীর্ষ ১০০ তে নেই।
এ বছর মার্সার সারা বিশ্বের ২২৭টির বেশি শহরে জরিপ পরিচালনা করে এ সূচক তৈরি করেছে। আবাসন, পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালি পণ্যসামগ্রী, বিনোদনসহ প্রতিটি শহরের দুই শতাধিক পণ্য ও পরিষেবার তুলনামূলক খরচের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে। এ বছরের মার্চের জীবনযাপনের খরচের ভিত্তি ধরে এ হিসাব করা হয়েছে।
সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম ও বেঙ্গালুরু ১৭৮তম অবস্থানে রয়েছে। প্রবাসী কর্মীদের জন্য এসব শহর ঢাকার (৯৮তম) তুলনায় কম ব্যয়বহুল।
মার্সার কস্ট অফ লিভিং সার্ভে ২০২২ অনুসারে, আন্তর্জাতিক কর্মীদের জীবনযাত্রার ক্ষেত্রে হংকং সবচেয়ে বেশি ব্যয়বহুল। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সুইজারল্যন্ডের জুরিখ ও জেনেভা শহর। এ তালিকায় সবার শেষে ২২৭ তম অবস্থানে আছে তুরস্কের আঙ্কারা।