আগস্ট ১৭, ২০২২, ১০:৫৩ এএম
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদনের ওপর অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ বিষয়কমন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। আসছে শুক্রবার (১৯ আগস্ট) থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হবে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বলেন, “কারখানার মালিকদের অনুরোধে স্থগিতাদেশ প্রত্যাহার করা বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী শুক্রবার থেকে নতুন আবেদনগুলো প্রক্রিয়া শুরু করা হবে।”
মঙ্গলবার (১৬ আগস্ট) উইসমা এইচআরডি করপোরেশনে বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থার সঙ্গে তিনি বৈঠক করেন।
বৈঠকের পর এক ব্রিফিংয়ে দাতুক সেরি এম. সারাভানান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মাসের শেষের আগে প্রায় ৪ লাখ বিদেশি কর্মী নিয়োগের জন্য আগের সমস্ত আবেদনগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।”
সারাভানান বলেন, “বিদেশি কর্মীদের সমস্যাটি আরও ভালোভাবে বোঝার জন্য, মন্ত্রণালয় শিল্প-কারখানা থেকে ১৫ সদস্য এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের ৫ প্রতিনিধির একটি বিশেষ কমিটি গঠন করেছে।”
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আরও বলেন, “কর্মসংস্থান আইন ১৯৫৫ এর সংশোধনী সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ থেকে কমিয়ে ৪৫ করার জন্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।”
নতুন নিয়মের অধীনে, কর্মচারীদের স্থান, সময় এবং কাজের দিনের উপযুক্ততার ওপর ভিত্তি করে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এই সংশোধনীর লক্ষ্য শ্রমিকদের কল্যাণের দিকে নজর দেওয়া এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে কাজের সময় শিথিল করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।