সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:০৪ এএম
ভারতে গিয়ে ধরা পড়া পুলিশ ইন্সপেক্টর ও ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কথা জানান।
আসাদুজ্জামান জানান, ভারতে পালিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়ার খবর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া এবং নিজ কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে’। এসময়, সোহেল রানার বিরুদ্ধে থাকা একটি নিয়মিত মামলারও তদন্ত করা হবে বলেও জানান আসাদুজ্জামান।
কমিশনার আরো বলেন, ‘সোহেল রানার বিরুদ্ধে আরো কোনো অভিযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
এর আগে, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন রবিবার (৫ সেপ্টেম্বর)। একইদিন দুপুরে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, অনুপস্থিতি নিয়ে গুলশান বিভাগের প্রতিবেদন পেলেই সোহেল রানাকে বরখাস্ত করা হবে।
বনানী থানা সূত্রে জানা গেছে, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। বনানী থানার পুলিশ ইন্সপেক্টর শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারত-নেপাল সীমান্ত এলাকা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা থেকে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ।