সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:৩০ পিএম
হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারী রিসোর্টের প্রধান ফটকের দেয়ালে মাটির হাড়ি ও কলসের টুকরা দিয়ে তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীর পাহাড়ঘেরা দেশের বৃহত্তম ও আন্তর্জাতিক মানের প্যালেসটিতে স্থাপিত মুর্যালটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
উদ্বোধনী অনুষ্ঠানে নানক বলেন, ‘জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে প্যালেস কর্তৃপক্ষ তার এমন একটি ম্যুরাল স্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে’। তিনি আরো বলেন, জাতির পিতা শুধু দুঃখ ও দুর্দশাগ্রস্থ বাঙালি জাতিকে স্বাধীনতাই এনে দেননি। তিনি দেশের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে সারাবিশ্বে রোল মডেল হয়েছেন।
ম্যুরাল তৈরির শিল্পী সালেহ কাজল বলেন, মাটি দিয়ে ম্যুরাল তৈরি ছিল অনেক চ্যালেঞ্জের। কেননা এতে উজ্জল্য পাওয়া কঠিন। তারপরও মাটির হাড়ি ও কলসের টুকরো দিয়েই এ কাজ করেছি। সারাদেশে এমন কোন কাজ এর আগে কেউ করেনি।