কম্পিউটার,ল্যাপটপ,স্মার্টফোন,টিভির যুগে হারিয়ে যেতে বসেছে গ্রামগঞ্জের মানুষের একসময়ের নিত্যসঙ্গী রেডিও। বর্তমানে মুঠোফোন ও টিভির কারণে রেডিওর অনুষ্ঠানের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে। বেসরকারি এফএম রেডিওর প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বাড়লেও বাংলাদেশ বেতারের প্রতি তেমন একটা আগ্রহ নেই।
ঠাকুরগাঁওয়ের দোকানদার মোহাম্মদ তাইজউদ্দিন ইসলাম। কাজের ফাঁকে সময় কাটান রেডিও শুনে। তিনি বলেন,রেডিওতে শুধু গান নয়, দেশ–বিদেশের খবরাখবর ও আবহাওয়ার বার্তা শুনে থাকেন। তার সঙ্গে মাঝে মাঝে ক্রেতারাও কান পাতেন রেডিওতে। বলেন, ‘ছোট থেকে বাব-দাদার সঙ্গে রেডিওর খবর,গান ইত্যাদি নানা ধরণের অনুষ্ঠান শুনে বড় হয়েছি। সময়ের পরিবর্তন হলেও রেডিও শোনার প্রতি ঝোক রয়েই গেছে বলে জানান তাইজউদ্দিন।
এফএম রেডিওর নিয়মিত শ্রোতা ফজলুর করিম বলেন, ‘মুঠোফোনেই এফএম রেডিও থাকায় আলাদা করে রেডিও কেনার দরকার পড়েনা। কাজের ফাঁকে, যাত্রাপথে হেডফোন দিয়ে এফএম শুনতে ভালোই লাগে।