মাদক কাণ্ডে জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিককে ঢাকায় ফেরত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২২, ০২:২৮ পিএম

মাদক কাণ্ডে জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিককে ঢাকায় ফেরত

জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগ এনেছে ইন্দোনেশিয়া। এমন অভিযোগের প্রেক্ষিতে কাজী আনারকলিকে ঢাকায় ফেরত এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা আছে এমন অভিযোগে  ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত ৫ জুলাই আচমকা অভিযান চালায়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক আনারকলি দায়মুক্তির আওতাধীন থাকলেও ইন্দোনেশিয়ান মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার বাসায় অভিযান চালায় এবং তাকে আটক করে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর দূতাবাসের জিম্মায় কাজী আনারকলি ছাড়া পান এবং ইন্দোনেশিয়া সরকার তাকে দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং তাকে দেশে ফেরার নির্দেশ জারি করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ লিখিত বার্তায় তিনি বলেন, সম্প্রতি জাকার্তায় কর্মরত এক কূটনীতিককে শিষ্টাচার ও তার দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগে ঢাকায় বদলি করা হয়েছে। ওই কর্মকর্তা বিদেশে কর্মকালের স্বাভাবিক সময় পার করেছেন।

তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অধিকতর তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত ইন্দোনেশিয়ার কাছে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার প্রতিবেদন পেলে মন্ত্রণালয় বিস্তারিত তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবে। পররাষ্ট্র ক্যাডারের ২০ তম ব্যাচের কর্মকর্তা কাজী আনারকলি। এর আগে, গৃহকর্মী নিখোঁজের দায়ে গত ২০১৭ সালে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে কাজী আনারকলিকে লস অ্যাঞ্জেলস থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!