মিতু হত্যা: সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২১, ০৭:১৬ পিএম

মিতু হত্যা: সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালতে শুনানী শেষে তার জামিন আবেদন খারিজ করা হয়। ১২ মে গ্রেপ্তার হওয়ার পর এটিই বাবুল আক্তারের প্রথম জামিন আবেদন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট আজমুল হুদা।তিনি গণমাধ্যমে বলেন, ‘আমরা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেছি। আদালত শুনানি শেষে তা না মঞ্জুর করে।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।হত্যাকাণ্ডের পর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে নিজেই একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

এদিকে পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী খুনের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক। পরে ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা মোশাররফ হোসেন নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Link copied!