আগস্ট ২, ২০২৩, ০৯:২৫ পিএম
রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্কুল মাঠ ছাড়িয়ে জনসমুদ্র রূপ নিয়েছে নগরীর ১০ কিলোমিটার এলাকা। মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো রংপুর।
বুধবার (২ আগস্ট) রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়।দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এর আগেই সকাল থেকেই স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায় থেকে এসেছেন নেতাকর্মীরা। অনেকে রাতেই এসে সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নিয়েছেন।
মহাসমাবেশ বিকেলে হলেও, সকাল থেকেই ঢাকঢোল পিটিয়ে স্লোগানমুখর মিছিল নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ।
এখনও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। সভায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছিলেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।