রাজধানী ও নরসিংদীতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২১, ০৬:২০ পিএম

রাজধানী ও নরসিংদীতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

রাজধানীর মালিবাগে এবং নিরসিংদী জেলার বেলাব ও মনোহরদীতে বজ্রপাতে দুই শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাতিরঝিল থানা ও নরসিংদী জেলার মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

রাজধানীতে দুই শিশুসহ মৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে। শিশুদের নাম ঝুমা (১২) ও সাবিনা ওরফে পাখি (১০)। অপর  মৃত ব্যক্তির  নাম আব্দুল হক (৬৫)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘মালিবাগ চৌধুরী পাড়ায় আবুল হোটেলের পেছনে সোনা মিয়ার গলিতে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে দুই শিশু ও অপর এক বৃদ্ধ লোক মারা যায়।’

হাতিরঝিল থানা সূত্রে জানা য়ায়, বজ্রপাতে মারা যাওয়া তিনজনই একটি টিনশেড বাড়ির বাসিন্দা ছিল। তাদের মধ্যে শিশু সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাবিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, নরসিংদীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন ) সকালে বেলাব উপজেলায় এক নারী ও মনোহরদী উপজেলায় এক পুরুষ মারা যান।

মৃতরা হলেন, বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের কাছু মিয়ার স্ত্রী আফিয়া বেগম (২৫) ও মনোহরদীর চালাকচর সাওপাড়া গ্রামের মুঞ্জুর সাহার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুদেব সাহা (৩৫)।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দ্য রিপোর্টকে বলেন,‘ সকাল ৭ টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির মাঝে গুরুদেব বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। সেখানে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।’

এদিকে, স্থানীয় ও বেলাব থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে আফিয়া বেগম চরউজিলাব গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

Link copied!