করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেইন।
তিনি বলেন, "বুধবার করোনাভাইরাস পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার ফলাফল পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।"
করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর থেকে খন্দকার মঈন বাড়িতেই বিশ্রামে আছেন বলে জানান তিনি।
গেল বছরের ২৫ মার্চ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে র্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি। খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।