লকডাউনে গার্মেন্টস খোলা না বন্ধ, সিদ্ধান্ত বিকালে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০২:২৫ পিএম

লকডাউনে গার্মেন্টস খোলা না বন্ধ, সিদ্ধান্ত বিকালে

সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে সারাদেশে একসপ্তাহ লকডাউন থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার লক্ষ্যে গার্মেন্টস কারখানাগুলো চালু রাখার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে সিদ্ধান্ত হওয়ার কথা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এই তথ্য  জানিয়েছেন।

শনিবার দুপুরে বিজিএমইএ সভাপতি গণমাধ্যকে বলেন, ‘আজ বিকাল ৪টার দিকে সরকারের সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক আছে। সে বৈঠকের পর বলা যাবে গার্মেন্টস কারখানা খোলা রাখা যাবে কি যাবে না। খোলা রাখতে হলে কোন প্রক্রিয়ায় রাখবো সেটা  মিটিং শেষে বিকালে বলতে পারবো।’

Link copied!