দলের শতাধিক নেতাকর্মীসহ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে তারা অবস্থান করছেন।চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে অতিরিক্ত পুলিশ। বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে বিএনপির দাবি।
নরসিংদী জেলা শাখা বিএনপির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন,“কোনো কারণ ছড়াই পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সাথে তারা ১৫ থেকে ২০জন নেতা-কর্মীকেও আটক করেছে। পুলিশি গ্রেপ্তারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না।”
তবে আটক ও অবরুদ্ধের বিষয়টি নাকচ করে দিয়ে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান গণমাধ্যমকে বলেন, “এলাকার সার্বিক নিরাপত্তার জন্যেই পুলিশ দায়িত্ব পালন করছে। কাউকে গ্রেপ্তার বা অবরুদ্ধ করেও রাখা হয়নি। বিএনপি নেতা-কর্মীরা তাদের ইচ্ছেমতো দলীয় কার্যালয় থেকে বের হতে পারবেন।”
এদিকে,বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের রাজধানীর খিলগাঁয়ের বাসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২২ নভেম্বর)রাতে রিজভী গণমাধ্যমকর্মীদের গেছে কাছে এ অভিযোগ করে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ শেষে কিছু নেতাকর্মী খোকনের বাসায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছে।” আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব।