শাল্লার ইউএনওকে প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৯:৪৯ পিএম

শাল্লার ইউএনওকে প্রত্যাহার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও হাওর রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) তালিকা গঠনে অনিয়মের অভিযোগে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মুক্তাদির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। দিরাই উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার অরুপ রতন সিংকে তার স্থলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, “শাল্লার ইউনওকে প্রত্যাহার করে ঢাকায় নেওয়া হয়েছে। শাল্লার অতিরিক্ত দায়িত্ব দিরাই উপজেলার সহকারী কমিশনার ভূমিকে দেওয়া হয়েছে।”

Link copied!