চাঁদপুর জেলা শহরের তালতলা এলাকায় বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের ওই স্কুলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। ওই শিক্ষক বিষপান করে আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।
থানা পুলিশ ও স্খানীয় সূত্র জানয়, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। বুধবার সকালে তিনি বিদ্যালয়ে ছিলেন। পরে বিকেলে পরিবারের লোকজন বিদ্যালয়ের তৃতীয় তলার একটি বদ্ধ কক্ষে অচেতন অবস্থায় পেয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া গণমাধ্যমে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ছাড়া তিনি একটা চিরকুট লিখে গিয়েছেন, যা তদন্তের স্বার্থে আমরা উন্মুক্ত করছি না। বাকি কাজ তদন্ত করে জানানো হবে।”
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাবুদ্দিন গণমাধ্যমে বলেন, “রফিকুল ইসলাম ২০২০ সালের ১ জানুয়ারি যোগদান করেন। তিনি খুব শান্তপ্রকৃতির মানুষ ছিলেন। আমার জানামতে কারও সঙ্গে দ্বন্দ্ব নেই। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।”