আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বয়ের অভাব ছিল মন্তব্য করে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। শুধু পুলিশকে এককভাবে বলি না। পুলিশের সাথে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে কোথাও সমন্বয়ের অভাব ঘটেছে।’
বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি আরও বলেন, ‘সমন্বয়ের অভাব থাকায় ওখানে যেভাবে লোক থাকার কথা ছিল বা যখন তারা রওনা করেছে, তখন যে তথ্য জানানোর কথা ছিল সেই জায়গাগুলোতে কোথাও ঘাটতি ছিল। যার কারণে এমনটা হয়েছে।’
খুরশীদ হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সামনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা চাইব আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।’
আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য র্যাব অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি।