সার্চ কমিশনের মাধ্যমেই গঠিত হবে নির্বাচন কমিশন: নাছিম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০৭:৩৯ পিএম

সার্চ কমিশনের মাধ্যমেই গঠিত হবে নির্বাচন কমিশন: নাছিম

আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধানের আলোকে এবং নির্বাচন কমিশন গঠিত হবে সার্চ কমিটির মাধ্যমে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।  

নাছিম বলেন, ‘জনগনের শক্তিই বড় শক্তি। জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো, উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ গড়বো’।

বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। জয়পুরহাটের কুখ্যাত রাজাকার আলীমসহ অসংখ্য যুদ্ধাপরাধীকে খুনি জিয়া রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল। তাদের হাতে পতাকা তুলে দিয়েছিলো। তাদের দোসররা এখনো অপরাজনীতিতে ব্যস্ত। হিন্দু-মুসলমান সুসম্পর্ক এরা দেখতে চায়না। এরা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারেনা। এরা বাংলাদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়’।

তিনি বলেন, ২০০১ সালের ক্ষমতায় আসার পর পর হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অসংখ্য নারীকে ধর্ষণ করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নিরীহ বাঙালীর উপর ঝাপিয়ে পড়েছিল, ২০০১ সালের অক্টোবরে বিএনপি জামাত একইভাবে বাঙালির উপর নির্যাতন চালিয়েছে’। ৎ

এসময় নাছিম, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে, বিএনপি-জামাতের অপরাজনীতি ও অপশাসন থেকে দেশকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

Link copied!