অক্টোবর ২৪, ২০২২, ০৬:৩৬ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে দলের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল। উপকূলীয় ১৯ জেলার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপকূলের জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে উপকূলীয় জনগণের খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেবে।
উপকূলীয় বা ক্ষতিগ্রস্ত জনগণকে আওয়ামী লীগের মনিটরিং টিমের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন ওবায়দুল কাদের।
মনিটরিং টিমের সাথে যোগাযোগের ফোন নম্বর: 02-223367880, 02-223367882, 01773266666, 01915555830, 01711582475।