ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতির হিসাবে তৃতীয় ঢাকা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ১০:৩২ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতির হিসাবে তৃতীয় ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরী ও নিম্নাঞ্চল। ক্ষয়ক্ষতির দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। আর এরমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই ক্ষয়ক্ষতি বেশি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, একদিনে সারাদেশে ঝড় ও বৃষ্টিতে ২৮৭টি স্থানে গাছ ভেঙে পড়েছে। এরমধ্যে ঘরের ওপর পড়েছে ১৮টি গাছ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৩৫টি। তার মধ্যে ১৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকায়। সড়ক দুর্ঘটনা চারটি, নৌ দুর্ঘটনা একটি, অন্যান্য দুর্ঘটনা একটি। এছাড়া সারাদেশের ১৫টি স্থানে মাইকিং করে সচেতনা কার্যক্রম অংশ নেন ফায়ার সার্ভিস।

অবশ্য অন্যান্য সংস্থার হিসাব মিলিয়ে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। ঢাকার দুই সিটি করপোরেশন তথ্য বলছে, দুই সিটিতেই তিন থেকে চার’শ ছোট-বড় গাছ ভেঙে পড়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম ঝড়ে উপচে পড়া প্রায় দুই শতাধিক গাছপালা অপসারণ করেছে বলে জানান। আর দক্ষিণ সিটি করপোরেশন এখনও নির্দিষ্ট করে বলতে না পারলেও আনুমানিক দেড়-দুইশ গাছ ভেঙে পড়েছে বলে জানান।

ফায়ার সার্ভিসের একটি প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বিভাগে ১১৬টি, বরিশালে ৬৪টি, ঢাকায় ৫৬টি, খুলনায় ২৬টি, রাজশাহী ১৭টি, সিলেটটে ৪টি, ময়মনসিংহে ৩টি এবং রংপুরে একটি গাছ ভেঙে পড়েছে। আর ঘরের ওপরে খুলনায় ১০টি, বরিশালে ৪টি, ঢাকায় ৩টি এবং চট্টগ্রামে একটি গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

এছাড়া এই ঝড় ও বৃষ্টির মধ্যে সারাদেশে ৩৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা ঘটেছে চারটি, নৌ দুর্ঘটনা একটি এবং ১৩ জনকে আহত উদ্ধার ও তিন জনকে মৃত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

Link copied!