সেই শিশুরা ২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৪:০৩ পিএম

সেই শিশুরা ২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে

জাপান থেকে আসা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন। পাশপাশি এই বিষয়ে শুনানি ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছ্নে আপিল বিভাগ।

এর আগে, গত ২১ নভেম্বর দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। পরে এই  আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মা এরিকো। গত ১২ ডিসেম্বর এ নিয়ে শুনানি হয়। ওই আদেশে বলা হয়, ১২ ডিসেম্বর রাত ১০টায় দুই শিশুকে তাদের মায়ের কাছে পাঠাতে হবে। দুই শিশু তাদের মায়ের সঙ্গে (গুলশানের বাসায়) সোম ও মঙ্গলবার থাকবে। এ ছাড়া ওই দুই শিশুকে নিয়ে আজ ১৫ ডিসেম্বর সকাল নয়টায় আদালতে আসতে বলা হয়েছিল মা এরিকো নাকানোকে।

উল্লেখ্য, এরিকো ও ইমরানের সংসারে তিন মেয়েসন্তান। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। অন্যদিকে, ছোট মেয়েকে জাপানে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়শিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন তিনি। জাপানে থাকা ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।

Link copied!