স্কুল খোলা থাকা সত্ত্বেও শিক্ষাকার্যক্রম বন্ধ করে উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মার্চেন্টস একাডেমি মাঠে এই সম্মেলন হয়। সম্মেলনের জন্য গতকাল সোমবারই স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস হবে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রায়পুর মার্চেন্টস একাডেমি মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের জন্য বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা পরিষদ মিলনায়তন বা শহরের অন্য কোনো মিলনায়তনে সম্মেলন হলে স্কুল বন্ধ রাখার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো না। প্রায় সময়ই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়। তারা আরও বলেন, সম্মেলনকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল করে মঞ্চ করা হয়। এ কারণে সপ্তাহব্যাপীই শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হয়েছে।
রায়পুর মার্চেন্টস একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, সম্মেলনের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ের সংরক্ষিত ছুটি দেয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি থেকে তার বিদ্যালয় বন্ধ রাখতে পারেন। এটা নিয়মে আছে। তাছাড়া, সম্মেলনের কারণে হাজার হাজার নেতা-কর্মী ও মাইকের শব্দের কারণে পাঠদানও সম্ভব হতো না। আমি মনে করি প্রধান শিক্ষক অযৌক্তিক কিছু করেনি।”