‘চেয়ে চেয়ে দেখব, সেই নির্বাচনে অংশগ্রহণ করব না’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৫:০৬ পিএম

‘চেয়ে চেয়ে দেখব, সেই নির্বাচনে অংশগ্রহণ করব না’

তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে ‍বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর বলেছেন, আবার তারা (সরকার) একই কায়দায় নির্বাচন করবে, আমরা চেয়ে চেয়ে দেখব, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, “আমাদের একমাত্র দাবি, নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।”

রবিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “যাদেরকে রাতের ভোটের জন্য ব্যবহার করা হয়েছে, যাকে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হয়েছে তিনি একজন সন্ত্রাসী, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাকে আপনারা (সরকার) উচ্চপদে আসীন করে রেখেছেন।” তার ছবি নিয়ে র‌্যালি করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!