জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান ছিলেন একজন দুরদর্শী শাসক, তিনি ‘তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন’।
সোমবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘বঙ্গবন্ধু: দ্য সোল অব বাংলাদেশ’ শিরোনামে বঙ্গবন্ধু বক্তৃতা সিরিজের চতুর্থ সংস্করণে ভার্চুয়ালি এক বক্তব্য দেন বান কি মুন। বান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানবাধিকারের চ্যাম্পিয়ন যিনি নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
সত্তরের দশকে দিল্লিতে দক্ষিণ কোরিয়া দূতাবাসে জুনিয়র কূটনীতিক হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য আমাকে একটি খসড়া প্রতিবেদন তৈরি করতে হয়েছিল যা দিল্লি থেকে সিউলে পাঠানো হয়েছিল। আমার কলম দিয়ে আমি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছি।’ এসময় বান জানান, তিনি এখনও স্মরণীয় হিসাবে কলমটি সংরক্ষণ করে রেখেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের সাবেক এই মহাসচিব বলেছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। তিনি জাতিকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, ফলে বাংলাদেশ এখন দ্রুত বর্ধনশীল দেশগুলির একটিতে পরিণত হয়েছে।
বান আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করেছে।’
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রলায়ের ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ সেল’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ বক্তব্য রাখেন।