১৮৭ কোটি ডলার মার্কিন বিনিয়োগ পাচ্ছে আদানি গোষ্ঠী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ১২:৩৯ পিএম

১৮৭ কোটি ডলার মার্কিন বিনিয়োগ পাচ্ছে আদানি গোষ্ঠী

বিশ্বের অন্যতম ধনকুবের ভারতের বহুল আলোচিত আদানি গ্রুপ। আর্থিক খাত নিয়ে তারা পড়েছে বেকায়দায়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ ফার্ম-এর প্রতিবেদনে একেবারে জেরবার অবস্থায় পড়ে তারা। সেই থেকে চলছে আদানির শেয়ার দরের পতন। কোম্পানির সুদিন ফেরাতে নানা টোটকা নিচ্ছে তারা। এবার তারা বলছে, যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সংস্থা জিকিউজি পার্টনারস এর কাছ থেকে ১৮৭ কোটি ডলারের বিনিয়োগ পেয়ে গেছে তারা।

বিবিসি জানাচ্ছে, ফ্লোরিডাভিত্তিক জিকিউজি পার্টনারস ইনক আদানি গোষ্ঠীর চারটি কোম্পানিতে শেয়ার কিনেছে। জিকিউজি পার্টনারসের এই বিনিয়োগ আদানি এন্টারপ্রাইজসহ চারটি কোম্পানিতে ভাগ হবে।

হিন্ডেনবার্গ রিসার্চ ফার্ম আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘শেয়ার দরে কারচুপি’র অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশের পর অর্থনৈতিক সংকটে থাকা এই গোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টার মধ্যে এটিই প্রথম বড় বিনিয়োগ।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ ফার্ম আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। প্রতিবেদনে বলা হয়, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার গত কয়েক বছরে ৫০০ শতাংশেরও বেশি বেড়েছে।

তবে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি তাঁর শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকেই আদানির বিভিন্ন কোম্পানির শেয়ার দর একলাফে কমে যায়। সাতটি তালিকাভুক্ত আদানি কোম্পানির ব্যাপক আর্থিক ক্ষতিও হয়। ওই সময় আদানি গোষ্ঠী ২দশমিক ৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়।

তখন থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা চালাচ্ছে আদানি গোষ্ঠী। এমন একটি সময়েই নতুন বিনিয়োগ পাওয়ার কথা জানাল গোষ্ঠীটি। আদানি গোষ্ঠীর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জুগেসিন্দার সিং মার্কিন বিনিয়োগকে আদানি শিল্পগোষ্ঠীর ওপর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছেন।

জিকিউজি পার্টনারস এর চেয়ারম্যান এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রাজিব জৈন বলেছেন, আমাদের বিশ্বাস, দীর্ঘ মেয়াদে কোম্পানিগুলোর প্রবৃদ্ধি অর্জনের ভাল সম্ভাবনা আছে। আদানিকে আমাদের প্রজন্মের সেরা উদ্যোক্তাদের একজন হিসেবেই দেখি আমি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!