বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান অনেক শক্তিশালী। ব্রিকসের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ছিল সেগুলো ফলো করছি। আমরা প্রথমবারেই সদস্যপদ পাব এমন চিন্তা ছিল না, চেষ্টাও সেটা করিনি, কাউকে বলিও নাই। আমরা কাউকে বলতে যাইনি যে এখনই আমাদের মেম্বার করতে হবে। ব্রিকস পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, নিউ ডেভলপমেন্ট ব্যাংকে যুক্ত হবার জন্য আমরা জোর চেষ্টা করি। সেটায় কিন্তু আমরা সফল। ব্রিকস যদি গঠন করা হয় তখন থেকেই সেই সব দেশগুলোর সাথে আমাদের ভাল সম্পর্ক। ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। তখন ভৌগলিক বিবেচেনা করে ব্রিকসের সদস্য সংখ্যা বাড়াতে হবে। পরে পর্যায়ক্রমেভাবে সদস্য সংখ্যা বাড়াবে। আমরা প্রথমবারেই সদস্যপদ পাব এমন চিন্তা ছিল না, চেষ্টাও সেটা করিনি। কাউকে বলিও নাই। আমরা কাউকে বলতে যাই নি যে এখনই আমাদের সদস্য করতে হবে।
সরকারবিরোধী পক্ষ এ নিয়ে অনেক জল্পনা কল্পনা করছে। বিএনপির আমলে আন্তর্জাতিকভাবে দূর্বল অবস্থানে ছিল। তখন দুর্নীতির দেশ,হাত পেতে চলার দেশ ছিল। এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন। তাই ব্রিকসে চাইলে যেতে পারতাম না এমনটা নয়।