ফেব্রুয়ারি ১২, ২০২১, ০৪:৪৭ এএম
দীর্ঘ এগারো মাস বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও কলেজ খুলে দেয়া হচ্ছে। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরেরে ক্লাসে অংশ নিতে পারবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরদের ক্লাস হবে অনলাইনে।
এদিকে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘট কর্ ডাক দিলেও পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুল খোলা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, 'এতদিন পঠনপাঠনের জন্য সবাই উদ্বিগ্ন ছিলো। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিকাল ক্লাস কীভাবে হবে, এসব না ভেবে যদি তাঁরা অবরোধ ডাকেন তার জন্য আমরা সিদ্ধান্ত বদল করব না৷ আমরা শুক্রবার থেকে স্কুল খোলার ব্যবস্থা করেছি৷ অবরোধ ডাকলেও স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের শুরু করবেন, তাতে সবরকম সাহায্য করতে আমরা তৈরি৷'
বৃহস্পতিবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধর্মতলাসহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বাম ছাত্র-যুব সংগঠনের ওপরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে৷ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন কয়েকজন বাম সমর্থক। এর প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা অবরোধের ডাক দিয়েছে বামফ্রন্ট নেতাকর্মীরা৷
তবে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে জানিয়ে দেয়া হয়েছে, অবরোধ মোকাবেলায় তারা কঠোর পদক্ষেপ নেবে। জোর করে স্বাভাবীক জনজীবন ব্যাহত করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷
সূত্র: হিন্দুস্তান টাইমস