ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে সাংবাদিকতা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৮:১৯ পিএম

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে সাংবাদিকতা বিভাগ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগের ভিত্তিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উক্ত বিভাগের একাডেমিক কমিটি। এছাড়াও নাদির জুনাইদের সম্পৃক্ত থাকা একাডেমিক কার্যক্রমগুলো পরিবর্তন করে অন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে বলে একাডেমিক কমিটির কাছে প্রতীয়মান হয়। 

এমতাবস্থায় বিভাগের শিক্ষা পরিবেশ, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার্থীদের সকল প্রকার কল্যাণ বিভাগের নিকট বরাবরের মতই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিভাগের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। এ প্রেক্ষাপটে, শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে বলে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভাগ কর্তৃপক্ষ আরও জানানো হয়, আমরা অধ্যাপক নাদির জুনাইদের দায়িত্বে থাকা কোর্সগুলো অন্যান্য শিক্ষকদের কাছে হস্তান্তর করেছি।

বিভাগ সূত্র হতে জানা যায়, পরীক্ষা কমিটির প্রধান ও ১৬ ব্যাচের কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাদির জুনাইদ। সেখানে তাকে পরিবর্তন করে সহযোগী অধ্যাপক সাইফুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়াও নাদির জুনাইদ ১০৬, ২০৭ ও ৫০১ কোর্সের ক্লাস নিতেন। ওনার পরিবর্তে অন্যান্য শিক্ষকরা এসব কোর্স নিবেন। 

এখন থেকে কোর্স ১০৬ নেবেন সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার। কোর্স ২০৭ নিবেন সহকারী অধ্যাপক আমিনা রিংকি ও সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান। কোর্স ৫০১ কোর্স পড়াবেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

এর আগে গত শনিবার বিভাগের এক ছাত্রী নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন এবং গত রবিবার উপাচার্যের নিকট অভিযোগপত্র দাখিল করেন। 

Link copied!