১৮ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:৫৭ এএম

১৮ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে  ফিরছেন শিক্ষার্থীরা

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেওয়া হচ্ছে আজ (রবিবার, ২৬ সেমেপ্টম্বর)। আগামী ৫ অক্টোবর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে জানানো হয়, কোভিড-১৯-এর অন্তত এক ডোজ টিকা নেওয়া অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি এবং অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে গ্রন্থাগার ব্যবহার এবং নিজ নিজ হলে উঠতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে।

শিক্ষার্থীরা রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।

অপরদিকে, আবাসিক শিক্ষার্থীরা আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন। শিক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদেরও টিকা গ্রহণের সনদ/প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

এদিকে টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেওয়া হবে। এক্ষেত্রে যারা এখনো টিকা নেননি এবং টিকার নিবন্ধন করেননি তাদের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আওতায় এসে টিকা গ্রহণের জন্য বলা হয়েছে।

Link copied!