ভুয়া কাগজপত্রের অভিযোগ: মালদ্বীপে বাংলাদেশি কর্মী নিযুক্তি বন্ধ

জাতীয় ডেস্ক

মে ২৩, ২০২৪, ১০:১৩ পিএম

ভুয়া কাগজপত্রের অভিযোগ: মালদ্বীপে বাংলাদেশি কর্মী নিযুক্তি বন্ধ

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে স্বল্প-দক্ষ কর্মী নিযুক্তি বন্ধ করে দিয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি কর্মীদের একমাত্র শ্রম অভিবাসন গন্তব্য মালদ্বীপ। সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়াও বন্ধ করেছে দেশটি। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য নির্ধারিত জনবলের কোটা পূরণ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাথিমাথ রিফাথ। তিনি বলেন, “এক মাস আগে কর্মী নিযুক্তি বন্ধ হয়ে গেছে।”

বাংলাদেশি মধ্যস্বত্বভোগী ও এজেন্সিগুলোর যোগসাজশে মালদ্বীপের কিছু কোম্পানি ভুয়া কাগজপত্র জমা দিয়ে অবৈধভাবে নিযুক্ত করা হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হলো।

মালদ্বীপের সংবাদমাধ্যম সান অনলাইনের খবরে বলা হয়েছে, নিযুক্তকারী এসব কোম্পানির ভুয়া কাগজপত্র দিয়ে কর্মী নিযুক্তির খবর প্রকাশ্যে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের কোটা শেষ হয়ে গেছে। এর সঙ্গে আরও কিছু কারণ মিলিয়ে দেশটি কর্মী নেওয়া বন্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য নির্ধারিত জনবলের কোটা পূরণ হয়ে যাওয়ায নতুন কর্মী ভিসা দেওয়াও বন্ধ করা হয়েছে।

অবৈধ অভিবাসন মালদ্বীপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে বিশেষ অভিযান শুরু করেছে। এতে ৭ শতাধিক অভিবাসীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বায়োমেট্রিক তথ্য।

মালদ্বীপ যে এবারই প্রথম বাংলাদেশি কর্মী নিযুক্তি বন্ধ করেছে, তা নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে আগের প্রশাসন বাংলাদেশি কর্মী নিযুক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল। যা দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার ২০২৩ সালের ডিসেম্বরে প্রত্যাহার করে নেয়।

Link copied!