রোববার সন্ধ্যায় বাড়তে পারে বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ১১:৫৮ এএম

রোববার সন্ধ্যায় বাড়তে পারে  বৃষ্টি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা ও উপকূলীয় এলাকায় বৃষ্টি কমেছে। তবে আগামীকাল রোববার সন্ধ্যার পর বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিন ধরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টির প্রবণতা বেশি। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে শনিবার (৩ আগস্ট) সকালে দেওয়া পূর্বাভাসে রাজধানী ও উপকূলীয় এলাকায় গতকাল শুক্রবারের তুলনায় বৃষ্টি কিছুটা কমে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সন্ধ্যায় বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বলা হয়, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকছেই। এ ছাড়া দেশের ১০টি অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর সংকেত দেখানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকলে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্য ও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা বাতাস বয়ে যায়। দুর্ঘটনা এড়াতে আমরা সবগুলো সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছি।”

তিনি আরও বলেন, “ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দিয়েছি।”

ভূমিধসের শঙ্কা জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, হাতিয়া, টেকনাফে অতি ভারী বর্ষণ হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকে।

Link copied!