করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে বেশ কয়েক দিন ধরে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতে থাকলেও মঙ্গলবার (১২ অক্টোবর) আবারও এই সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ৬২ লাখের বেশি লোক।
করোনায় মৃত্যু
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৮ লাখ ৭২ হাজার ৭৩৯ জন মারা গেছেন। সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত এই সংখ্যা ছিল ৪৮ লাখ ৬৭ হাজার ২১১। এই হিসেবে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। সোমবারের তুলনায় মঙ্গলবার মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার।
করোনায় শনাক্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৯০ লাখ ২৭ হাজার ১৭৫ জন। সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত শনাক্ত হন ২৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। এই হিসেবে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৮৩২ জন। সোমবার গত একদিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮০ হাজারের বেশি।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৬৫২ জন। সোমবার পর্যন্ত সুস্থ হন ২১ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৭৩ জন। এই হিসেবে মঙ্গলবার (১২ অক্টোবর) গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৩২ হাজার ৫৭৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
করোনায় সক্রিয় রোগী
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যা একটু কমেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১২ অক্টোবর) পর্যন্ত বিশ্বে করোনায় সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৮৪ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮১ হাজার ৭১৩ জন। সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত বিশ্বে কিরোনায় সক্রিয় রোগী ছিল ১ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৫৯ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছিল ৮২ হাজার ৫১৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।