অক্টোবর ৮, ২০২২, ০৭:১৭ পিএম
ইউক্রেন অঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী কৌশলগত সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। রাশিয়ার তদন্তকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সেতুটিতে সড়ক ও রেলপথ রয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুর রেলওয়ে অংশ শনিবারই সন্ধ্যায় আবার খুলবে বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়ান তদন্তকারীরা বলেছেন, একটি লরি বিস্ফোরণের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় কাছাকাছি একটি গাড়িতে ছিলেন ওই তিন ব্যক্তি।
ইউক্রেনের পক্ষ থেকে ওই বিস্ফোরণের পেছনে তাদের সেনারা রয়েছে বলে দাবি করেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদলিয়াক বলেছেন, এ তো কেবল শুরু। সকল ধরনের বেআইনি স্থাপনা ধংস করা হবে। চুরি করা, বেদখল করা সবকিছুই ফেরত নেওয়া হবে।
ইউক্রেনে সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য সেতুটি ব্যবহার করা হয়। ক্রিমিয়ার এই সেতুটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি মূল লক্ষ্য বলে মনে করা হয়। ২০১৪ সালে মস্কোর সাথে ক্রিমিয়া সংযুক্ত হওয়ার চার বছর পর ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কের্চ প্রণালীর উপর সেতুটি উদ্বোধন করেন। এই ক্রসিংটি ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১০০ মাইলেরও বেশি দূরে।
সূত্র: বিবিসি ও সিজিটিএন