ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার দিবাগত রাত ১টার দিকে চালানো এই হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘বিশাল সন্ত্রাস-বিরোধী অভিযান’ আখ্যা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী শরণার্থী শিবির ঘেরাও করে অভিযান চালানোর পাশাপাশি বিমান হামলাও চালায়। গত ২০ বছরের মধ্যে এই ধরণের ভয়াবহ হামলার শিকার হলেন ফিলিস্তিনিরা।
জেনিনে হামলা চালাতে সোমবার ইসরায়েলিরা ১ থেকে ২ হাজার সেনা পাঠায়। তাদের সহায়তা করতে সাথে পাঠানো হয় সাঁজোয়া বুলেডোজার ও স্নাইপার। একইসঙ্গে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে তারা।
গত কয়েক মাস ধরে জেনিন শরণার্থী শিবিরে বারবার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। তাদের দাবি, এখানে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনিরা। তবে ফিলিস্তিনিদের দাবি, সেখানে নৃসংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল রব ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে জানান, ইসরায়েলি বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ১৮ হাজার বসিন্দার মধ্যে তিন হাজার ফিলিস্তিনি শরণার্থী ইতোমধ্যে শিবির ছেড়ে অন্যত্র চলে গেছেন। তারা জেনিন শহরের স্কুলসহ ও অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছেন।