টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ১২:৪৫ এএম

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির পদত্যাগ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি পদত্যাগ করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিতে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী কে হবেন তাও নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ড গত বছর থেকে ডরসির পদত্যাগের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র জানায়।

ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে এবং ২০২৩ সালের মধ্যে টুইটারের বার্ষিক আয় দ্বিগুণ করতে প্রতিষ্ঠানটি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এমন সময় ডরসির পদত্যাগের খবর এলো।

তবে তাৎক্ষণিকভাবে টুইটার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ২৮ নভেম্বর তার সর্বশেষ টুইটে ডরসি বলেন, 'আমি টুইটারকে ভালোবাসি।' সোমবার টুইটটিতে ৫৪ হাজারের বেশি 'লাইক' বেড়েছে।

সিএনবিসি প্রথম ডরসির পদত্যাগের সংবাদ প্রকাশ করে।

Link copied!