দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র: ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ১২:৪০ এএম

দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র: ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করল পাকিস্তান

দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী যে বিবৃতি দিয়েছিল পাকিস্তান সেটি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন, ইসলামাবাদ ওই বিবৃতি প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে ভারতের বিবৃতি অসম্পূর্ণ। বিষয়টি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লিখিতভাবে অবহিত করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি তুলে ধরতে আহ্বান জানিয়েছেন।

ভারতের এনডিটিভি জানায়, গত বুধবার ভারতীয় সেনাবাহিনী ‘ভুলবশত’ পাকিস্তানের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরে ওই ঘটনার পর দুঃখ প্রকাশ করে ভারত। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে এমন ঘটনা ঘটেছে, যা ‘খুবই দুঃখজনক’।

ভারতের পক্ষ থেকে বলা হয়, তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনো প্রাণহানি হয়নি।

পাকিস্তান এ ঘটনার প্রতিক্রিয়ায় জানায়, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার মধ্যে ৪০ হাজার ফুট উচ্চতায় ১০০ কিলোমিটারের বেশি উড়েছিল। মিসাইলটিতে কোনো ওয়ারহেড ছিল না বলে এটি বিস্ফোরিত হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, তারা ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তানের আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের প্রতিবাদ করেছে। দিল্লির বিবৃতির পর মার্কিন প্রশাসনও সেই বিবৃতির সাথে একমত পোষণ করে জানায়, দৃশ্যত ক্ষেপনাস্ত্র ছুটে যাওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে প্রতীয়মান হয় না। 

Link copied!