ভারতের উত্তর প্রদেশে ১৩ বছরের এক কিশোরীকে চার যুবক মিলে ধর্ষণ করার কয়েকদিনের মধ্যে আবারও ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। প্রথমবার গত মাসে চার যুবক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর লালিতপুর জেলার একটি থানায় ধর্ষণের অভিযোগ করতে গেলে, থানার ডিউটি অফিসার আবারও ওই কিশোরীকে ধর্ষণ করে।
ওই কিশোরী মা অভিযোগে বলেছেন, গত ২২ এপ্রিল প্রতিবেশী চার যুবক তার মেয়েকে অপহরণ করে মধ্যপ্রদেশের ভোপালে নিয়ে যায়। তারা সেখানে ওই কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করে। এরপর ২৬ এপ্রিল ওই কিশোরীকে তারা থানার কাছে ফেলে যায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে তার আত্মীয়ের জিম্মায় দেয়। পরদিন অভিযোগ দায়ের করতে ওই কিশোরীকে থানায় ডাকেন ওই পুলিশ কর্মকর্তা। থানায় যাবার পর ওই কিশোরীকে আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তার মা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কিশোরীর অভিযোগের পর ওই পুলিশ কর্মকর্তা, কিশোরীর সঙ্গে থানায় যাওয়া আত্মীয়সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ পাবার পর ওই পুলিশ কর্মকর্তাসহ ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশের উচ্চ পর্যায়। পুলিশ জানিয়েছে, ওই মায়ের দেওয়া তথ্যের সত্যতাও যাচাই করে দেখা হচ্ছে।
সমাজবাদি পার্টির নেতা অখিলেশ জাদব ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।