পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:৩১ পিএম

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ২৮ নিহত এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (৩০ জানুয়ারি) মসজিদটিতে জোহরের নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিস্ফোরণে ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এতে অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করছে পুলিশ। জোহরের নামাজের সময় বেলা ১টা ৪০ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের শব্দ বিকট ছিল। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা গেছে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে বিস্ফোরণে আহত ৭০ জনের তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Link copied!