পেনকে হারিয়ে আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাখোঁ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২২, ১২:৪৪ এএম

পেনকে হারিয়ে আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাখোঁ

টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে জানা গেল ফলাফল। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। আজ (২৪ এপ্রিল) অনুষ্ঠিত চূড়ান্ত ভোটে জয়ী হন ম্যাক্রো। তিনি কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন লো পেনকে হারিয়েছেন।

১০ এপ্রিল প্রথম দফা নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রো সবোর্চ্চ ২৭ শতাংশ ভোট পান। এরপরই দ্বিতীয় সবোর্চ্চ ২৩ শতাংশ ভোট পান লি পেন। লি পেনের কাছাকাছি ২২ শতাংশ ভোট পান জিয়ান লিচ মিলানচন।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থা অনুযায়ী কোন দল প্রথম দফায় ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের আয়োজন করা হয়। শীর্ষ দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত এ ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।

এর আগে প্রচারণায় গিয়ে প্রতিপক্ষের ওপর তীক্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে দুই প্রার্থীকেই। জীবনযাপনের মাত্রাতিরিক্ত খরচ বৃদ্ধিকে মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন লি পেন। জ্বালানী তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বৃদ্ধি ঠেকাতে ম্যাক্রো প্রশাসনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে দেখা গেছে পেনকে। জয়ী হলে কি করবেন সে বিষয়গুলো ভোটারদের কাছে তুলে ধরছেন তিনি। প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার গঠন করে প্রথমেই দ্রব্যমূলের দাম কমাতে তার সরকার কাজ করবে। এছাড়া অভিবাসন ইস্যু ও জনসমুখে মেয়েদের মাথার স্কার্ফ পরা নিষেধ করতে গণভোট আয়োজন করার কথা বলেছেন লি পেন। প্রচারণায় গিয়ে তিনি ভোটারদের বলছেন, হয় ফ্রান্স, না হয় ম্যাক্রো-যেকোন একটিকে তাদের বেঁছে নিতে হবে। ম্যাখোঁ অবশ্য লি পেনের কট্টরপন্থী নীতির বিরোধিতা করে বলেছেন, ফ্রান্সের মানুষ ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দেয়।

Link copied!