এপ্রিল ৭, ২০২২, ০৬:৫৯ পিএম
ইউক্রেনের সেনারা তাদের হাতে বন্দি কয়েকজন রুশ সেনাকে হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস’সহ একাধিক পশ্চিমা গণমাধ্যম এ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত একটি গ্রাম থেকে ধারণ করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে শোনা যায়, “সে
এখনও বেঁচে আছে। এই ডাকাতের ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।”এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সৈন্যকে তাক করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় রুশ সৈন্যর দেহ কেঁপে ওঠার পর তার শরীরে আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এই ভিডিওতে পেছনে হাত বাঁধা অন্তত তিনজন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
যুদ্ধের সময় প্রতিপক্ষের বন্দি সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়।
ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনা হয়েছে সেটি থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুচা শহরের বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রচার করে গত কয়েকদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, রুশ সেনারা ওই শহরের বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।