ইউক্রেনে হামলা চালানোর পরবর্তী ১০০ দিনে নিজেদের জ্বালানি বিক্রি করে ১০০ বিলিয়ন ইউরো আয় করেছে রাশিয়া। ইনডিপেনডেন্ট সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার নামে একটি সংস্থা এ সংক্রান্ত গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি সতর্কতা দিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে সকল নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোতে হয়ত ফাঁকফোঁকর থেকে যেতে পারে।
রাশিয়ার তেল এবং গ্যাস রপ্তানি অবশ্য কমছে এবং মার্চ মাসে প্রতিদিন জ্বালানি থেকে যে ১ বিলিয়ন ডলার রাশিয়া লাভ করছিল সেটিও কমে গেছে।
কিন্তু তবুও লাভের পরিমাণ এখনো অনেক বেশি এবং ইউক্রেনে যুদ্ধ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটির চেয়ে বেশি।
সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির বড় একটি প্রভাব রাশিয়ার লাভে ওপর পড়বে।