গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১০, ২০২৪, ০২:৫১ এএম

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত ১৪

ছবি: সংগৃহীত

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে চারজনই শিশু।

বুধবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল বোমা হামলা চালায়। এছাড়া হামলায় বহু বেসামরিক লোক আহত হয়েছেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স। ইসরায়েলি সেনাবাহিনী এই বাড়িতে বোমাবর্ষণ করেছিল।

প্রাথমিকভাবে চার শিশুসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহতের খবর এসেছিল। পরে এই সংখ্যা ১৪ জনে পৌঁছে।

Link copied!