কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৪, ০৯:৪৬ পিএম

কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর গণমাধ্যমের।

গাড়ির সামনের অংশটি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হাসনাত এবং সার্জিস উভয়ই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

লোহাগাড়া থানার সহকারি উপ পুলিশ পরিদর্শক মো. আলিম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ট্রাক আটক করা হয়েছে এবং সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধীন রয়েছে। তবে, এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

আলিম জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রাক চালক দাবি করেছেন যে তিনি ময়মনসিংহ থেকে পণ্য নিয়ে কক্সবাজারে নামিয়েছেন। "তবে, এমন কোনো পণ্য নামানোর প্রমাণ পাওয়া যায়নি," তিনি উল্লেখ করেন।

ট্রাক ড্রাইভার মুজিবর রহমান (৫৫) ও তার ছেলে রিফাত (১৮) একসাথে ছিলেন।

ছেলে রিফাতের ভাষ্যমতে তারা কোন ট্রিপ বা পণ্য পরিবহনের কাজে ছিলেন না। ট্রাক নিয়ে রাস্তায় বের হয়েছিল। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় তারা বাবা-ছেলে বলেছেন। তবে আরও বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা বাকি তথ্য জানতে পারব।

ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাতেই প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।

প্ল্যাটফর্মটির একজন সমন্বয়ক প্রধান সংগঠক আবদুল হান্নান মাসউদ তার ফেসবুক পেজে লিখেছেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবরের শ্রদ্ধা নিবেদন করে ফিরছিলেন, এমন সময় রাত ৭:৩০টার দিকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে বহনকারী গাড়ির ওপর আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল।”

Link copied!