যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪৪ এএম

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৯

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যার লেবাননের দক্ষিণাঞ্চলের দু’টি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা।

হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে যে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 

পড়ুন: ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি, কী আছে চুক্তিতে 

ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতি হয়েছে, সেটির জবাবে “প্রতিরক্ষামূলক সতর্কতা” হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

হিজবুল্লাহ’র হামলাকে “যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন” হিসাবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল “শক্তভাবে” এই হামলার জবাব দিবে বলেও হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের ঘটনা ঘটতে দেখা গেছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়ে।

এ অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর দু’পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, হেজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ।

এরপর সোমবার পাল্টা-পাল্টি হামলার যে ঘটনা ঘটেছে, তাতে আবারও সংঘাতমত পরিস্থিতি তৈরি হয়েছে। 

Link copied!