দেশের বাইরে যেতে দেয়া হলো না সুবর্ণা মুস্তাফাকে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৪, ০৬:৩৮ পিএম

দেশের বাইরে যেতে দেয়া হলো না সুবর্ণা মুস্তাফাকে

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ছবি: সংগৃহীত

দেশের বাইরে যাওয়ার সময় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে আটকে দেয়া হলো রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

শনিবার, ৩০ নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি। তবে একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেয়া হয়নি।

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও ছিলেন।

Link copied!