ইসকনের ৭০ ভক্তকে ইমিগ্রেশন থেকে ফেরত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৪, ০২:৩৫ পিএম

ইসকনের ৭০ ভক্তকে ইমিগ্রেশন থেকে ফেরত

সন্দেহজনক মনে হওয়ায় ভারও যাওয়ার সময় ইসকনের ৭০ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। 

শনিবার সন্ধ্যায় এবং রোববার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে যান বলে যুগান্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

শনিবার দিনভর এবং রোববার দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে। 

আরও পড়ন: দেউলিয়া হওয়ার পথে শতাধিক দেশ

তবে ভারত যেতে বেনাপোলে আসা এক ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।

Link copied!