গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৩, ০৪:৪৩ এএম

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

আন্তর্জাতিক অপরাধ আদালত। ফাইল ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের এবং উপত্যকার সার্বিক পরিস্থিতির তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে বাংলাদেশসহ ৫টি দেশ। অন্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি।

শুক্রবার ৫ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান।

বিবৃতিতে করিম খান বলেন, ২০১৪ সালের পর থেকে (ইসরায়েল কর্তৃক) যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগের বিষয়ে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আইসিসির একটি তদন্ত চলমান।

তদন্তটি শুরু হয় ২০২১ সালের মার্চে। দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচারের এখতিয়ার আছে—আইসিসির এমন আদেশের পরপরই তদন্তটি শুরু হয়। এতে ইসরায়েলের যুদ্ধাপরাধ বিচারের সম্ভাব্য দ্বার উন্মোচিত হবে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা, অভিযান ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইতিমধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযানে প্রাণ হারিয়েছেন ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। এই নিহতদের এক তৃতীয়াংশেরও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্ক।

Link copied!