গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৩, ০৯:২৩ পিএম

গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা

জো বাইডেন।

গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ব্যর্থ হওয়া এবং এতে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) মার্কিন ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

এক মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাত পরিচালনায় মার্কিন সরকারের কাছ থেকে অর্থ ও অস্ত্রসহায়তা পাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় এরই মধ্যে গাজায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু।

মামলায় অভিযোগের শুরুতে সিসিআর লিখেছে, ‘ইসরায়েল সরকারের অনেক নেতা গাজায় গণহত্যা চালানোর স্পষ্ট অভিপ্রায় প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের জন্তু-জানোয়ারের মতো অমানবিক বৈশিষ্ট্যে আখ্যায়িত করেছেন।’

সিসিআর দাবি করেছে, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন মনোভাব এবং হত্যাযজ্ঞ গণহত্যার একটি প্রকাশ্য অপরাধের প্রমাণ বহন করছে।

এর আগে, গাজায় গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) মামলা হয়েছে। তিন ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে। সেই সঙ্গে ইসরাইলের ‘বর্ণবাদ’ ও ‘গণহত্যা’ তদন্তের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের গ্রেফতারে পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে সংস্থা তিনটি। 

Link copied!