অক্টোবর ৮, ২০২৩, ০৩:০৩ এএম
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২০ জনের প্রাণহানি এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
শনিবার (৭ অক্টোবর) সংবাদমাধ্যম গার্ডিয়ান ও ডেইলি সাবাহ’র প্রতিবেদনে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের বরাত দিয়ে হতাহতের এ সংখ্যা তুলে ধরা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ভূমিকম্পে শতাধিক নিহত এবং কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।
দেশটির হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখিত সংখ্যক মানুষ মারা গেছে। তবে এটিই চূড়ান্ত নয়। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকার খবর পেয়েছি আমরা।’
উল্লেখ্য, শনিবার সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।
ইউএসজিএসের তথ্যানুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে।
এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।
আফগানিস্তানে তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পর হেরাতের বাসিন্দারা তড়িঘড়ি করে বাড়ি ও ভবনগুলো ছেড়ে বের হয়ে আসতে শুরু করলে অনেকে হতাহত হন।