গাজায় এক দিনে নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৩, ০৯:৫৯ এএম

গাজায় এক দিনে নিহত দুই শতাধিক

এ পর্যন্ত ২০ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস হয়। প্রস্তাবটিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। প্রস্তাবটি পাস হওয়ার পরের দিনই আরও ২০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর হামাস অতর্কিতভাবে ইসরায়েলে হামলা চালায়। এ হামলায় ইসরায়েলের ১ হাজার ২০০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ওই একইদিন থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে। এরপর ২৮ অক্টোবর তারা স্থল অভিযানও শুরু করে।

টানা আড়াই মাস ধরে চালানো হামলায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। যার প্রায় ৭০ শতাংশই নারী, শিশু ও বৃদ্ধ।

Link copied!